"দিলীপ ঘোষ রাজ্য বিজেপির বড় নেতা। তাঁর আমলেই বাংলায় শক্তিশালী হয়েছে বিজেপি।" বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রচারে এসে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রশংসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
দিলীপ ঘোষের পরিবর্তে বঙ্গ বিজেপির দায়িত্বে আসেন সুকান্ত মজুমদার। দলের দায়িত্বে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য সংগঠনের দূরত্ব তৈরি হয় বলে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। দুর্গাপুরে ভোটপ্রচারে এসে দিলীপ ঘোষকে প্রশংসা অমিত শাহের।
এদিন অমিত শাহ বলেন, "দিলীপদা আমাদের বড় নেতা। তাঁর আমলেই বাংলায় শক্তিশালী হয়েছে বিজেপি। তাঁকে ভোট দিয়ে জেতানো মানেই নরেন্দ্র মোদীকে আরও একবার প্রধানমন্ত্রী বানানো।"