বালুরঘাটের সভায় সন্দেশখালির ঘটনা নিয়ে প্রথম মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 'সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর চেষ্টা', তৃণমূলকে আক্রমণ অমিত শাহের।
এদিন বালুরঘাটের বুনিয়াদপুরে জনসভায় অমিত শাহ বলেন, "সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়ে রাজনীতি করছেন? বছরের পর বছর আপনার নাকের ডগায় মহিলাদের উপর অত্যাচার চলছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অত্যাচার করছে। এদের ধরতে যাওয়ার সময় ইডির উপর হামলা হয়েছে। যখন হাই কোর্ট বলল, তখন আত্মসমর্পণ করল।"
এদিন অমিত শাহ বলেন, "আমি আজ মমতা দিদিকে বলতে চাই, কিছু ভোট পাওয়ার জন্য সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে চাইছেন।"