লোকসভা নির্বাচনের প্রচারে বঙ্গে অমিত শাহ। বুধবার সকালেই বঙ্গে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এই প্রথম বঙ্গে লোকসভা নির্বাচনী প্রচার করতে আসবেন স্বরাষ্ট্র মন্ত্রী। তবে, প্রথম নয় দ্বিতীয় দফার আসন থেকেই প্রচার শুরু করবেন তিনি।
জানা গিয়েছে, বুধবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আসন বালুরঘাটে প্রচার করবেন অমিত শাহ। এদিন দুপুর ১২টা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুর বিধানসভার পত্রায় তাঁর সভার আয়োজন করা হয়েছে। এই সভা সেরে বিহারের গয়ায় যাবেন শাহ।
আরও পড়ুন - দায়িত্বে ফাঁকি দিতে নারাজ মুকুটমণি, ভোর থেকে রোগী দেখে প্রচারে তৃণমূল প্রার্থী
গত নভেম্বর, ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছিলেন শাহ। এরপর আর তাঁর দেখা মেলেনি বঙ্গে। অন্যদিকে, ভোট ঘোষণার আগে পরে মিলিয়ে মোট পাঁচটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখনও পর্যন্ত একটি সভাও করেননি অমিত শাহ। অবশেষে বঙ্গে আসছেন শাহ।