বুথ ফেরত সমীক্ষার অধিকাংশই বলেছিল দেশে মোদী ঝড় উঠছে আবার। তবে গণনার ট্রেন্ড বলছে এনডিএ জোট সংখ্যা গরিষ্ঠতা পেলেও খুব মসৃণ হচ্ছে না জয়। হাড্ডাহাড্ডি লড়াই চলল ঈন্ডিয়া জোটের সঙ্গে। তবে গান্ধীনগর থেকে রেকর্ড ভোটে জয়ী হলেন অমিত শাহ।
৫ লক্ষ ২৬ হাজার ভোটে জয়লাভ করলেন মোদির ডানহাত অমিত শাহ। প্রাথমিক ট্রেন্ডে বারাণসী থেকে পিছিয়ে পড়েও এখন এগিয়ে গেছেন নরেন্দ্র মোদী।
ওয়েনাড় এবং রায়বরেলি, দু'টি কেন্দ্র থেকেই ভাল মার্জিনে এগিয়ে ইন্ডিয়া জোটের মুখ রাহুল গান্ধী।