ভোটপ্রচারে মঙ্গলবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে দুটি সভা করবেন তিনি৷ বিজেপি সূত্রের খবর, রায়গঞ্জ এবং মালদহ দক্ষিণে হবে অমিত শাহের সভা। রায়গঞ্জ আসনটি গত লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, কিন্তু মালদহ দক্ষিণে জয় পেয়েছিল কংগ্রেস।
রবিবার দার্জিলিংয়ে সভা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে অমিত শাহের হেলিকপ্টার নামতেই পারেনি। ফলে সভা না করেই ফিরতে হয় তাঁকে।
Dev-Hiran: তরজা চলছেই, 'হিরণের সিনেমার কেরিয়ার শেষ..', বলে দিলেন দেব
লোকসভা নির্বাচন ঘোষণার পর বিজেপির শীর্ষ নেতারা একের পর এক সভা করছেন বাংলায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তিনদিন এসেছেন ভোট ঘোষণার পর। রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর- আসছেন অনেকেই। তবে শাহ এখনও পর্যন্ত একটিই সভা করেছেন বালুরঘাটে, যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রার্থী।