জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিক, আম আদমি পার্টির সুপ্রিমোর আবেদনের শুনানিই হবে না। তবে শীর্ষ আদালতের রেজিস্ট্রারের তরফে জানানো হয়েছে, জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করতে পারবেন কেজরিওয়াল৷
সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের ঠিক পরের দিন, দোসরা জুন জেলে ফিরে যাওয়ার কথা কেজরির৷ অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন তিনি৷ কিন্তু তাতে সদর্থক সাড়া পেলেন না অরবিন্দ।
তবে যেহেতু কেজরিওয়াল নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করতে পারবেন, তাই মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না৷ আবগারি দুর্নীতির মামলায় জেলে গিয়েছিলেন কেজরিওয়াল৷ জামিনে মুক্তির পর চুটিয়ে ভোটপ্রচার করেছেন তিনি।