পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে মায়ানগরীতে। সকাল থেকে একঝাঁক তারকারা ভোট দিতে এসে ফ্রেমবন্দি হয়েছেন। শেষ বেলায় ভোট দান বচ্চন পরিবারের। জয়া বচ্চনের সঙ্গে গিয়ে ভোট দেন বিগবি অমিতাভ বচ্চন। সম্প্রতি হাত ভাঙা অবস্থাতেই কান মাতিয়ে এলেন, ঐশ্বর্য রাই বচ্চন। এদিন মুম্বইয়ের বুথে গিয়ে ভোট দেন রাই সুন্দরী।
Loksabha Election 2024 : আমির -কিরণ থেকে সইফ-করিনা, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বি-টাউনের তারকারা
একেবারে শেষবেলায় ভোট দিলেন ভাইজান সলমন খান। নীল ফুল স্লিভ শার্ট, ডেনিম আর চোখে সানগ্লাস এঁটে বুথে গিয়ে ভোট দিলেন তিনি। কালি দেওয়া আঙুল উঁচিয়ে ফ্রেমবন্দিও হয়েছেন।এদিন মায়ানগরীর একটি বুথে ভোট দিয়েছেন মাধুরী দীক্ষিতও। মায়ের সঙ্গে গিয়ে ভোট দিয়ে আসেন অভিনেত্রী সোনাক্ষি সিনহাও।