পুনর্মন্ত্রী নয়, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন দুই সাংসদ, এটুকু আগেই নিশ্চিত হয়েছিল। সোমবার সন্ধেয় ঘোষণা হল সুকান্ত-শান্তনুদের দফতরের নাম।
প্রথমবারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি উত্তর পূর্ব উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা করে নিয়েছেন৷ তিনি জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে ১৮টি আসন জিতেছিল গেরুয়া শিবির। এবার তা কমে হয়েছে ১২। কেন্দ্রীয় মন্ত্রীসভাতেও বাংলার প্রতিনিধিত্ব নামমাত্র। কোনও পূর্ণমন্ত্রী পেল না বঙ্গ বিজেপি। শান্তনু এবং সুকান্ত দুজনেই প্রতিমন্ত্রী। সেই নিয়ে কটাক্ষও করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।
এনডিএ জেটের মন্ত্রীসভায় মোট ৭২ জন মন্ত্রী শপথগ্রহণ করেছেন। অনেকেই পুরনো মন্ত্রকের দায়িত্বই পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব রইল অমিত শাহের কাঁধেই। আগের মন্ত্রীসভার রেলমন্ত্রী অশ্বিনর বৈষ্ণব। এ বারও তাঁকে রেলমন্ত্রকের দায়িত্ব সামলাবেন। সেই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকও তাঁর হাতে থাকছে। কৃষিমন্ত্রক পেলেন শিবরাজ সিং চৌহান। টেলিকম মন্ত্রক পেলেন জ্যেতিরাদিত্য সিন্ধ্রিয়া। অর্থমন্ত্রকের দায়িত্ব এবারও সামলাবেন নির্মলা সীতারমন। সড়ক ও পরিবহণ মন্ত্রকের পূর্ণমন্ত্রী করা হয়েছে নীতিন গডকড়ীকে। বিদায়ী মন্ত্রীসভার মতোই এবারও বিদেশমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল এস জয়শঙ্করকে। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে থাকছেন রাজনাথ সিংহই।