Leaders Style Statement: ধুতি পাঞ্জাবি থেকে ফুল স্লিভ শার্ট! স্পটলাইটে বং নেতাদের 'কেতা'

Updated : May 12, 2024 18:19
|
Editorji News Desk

কেবল রাজনীতিক বোধ দিয়ে ‘নেতা’ হয়ে ওঠা যায় না। মেধা, যাপন, লেখাপড়া, কথা বলার ক্ষমতা, সর্বোপরি একজন রাজনীতিক ‘নেতা’ হয়ে ওঠেন তাঁর নিজস্ব স্টাইলের জোরে। দেশ তথা বাংলার রাজনীতিতে এমন অসংখ্য তাবড় নেতা রয়েছেন, যাঁদের ‘কেতা’ এখনও চর্চিত। 


ভারতীয় রাজনীতির দিকে তাকালে গান্ধীদের গ্ল্যামার অস্বীকার করা যায় না। ইন্দিরা পুত্রের নিপাট সাজপোশাক আজও আলোচিত। উঁচু লম্বা ছিলেন রাজীব। পোশাকের ক্ষেত্রে ঘাড়ের থেকে পুট কখনও নিছে নামত না তাঁর। প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সরকারি অনুষ্ঠানে কোর্ট প্যান্টে যেমন তাক লাগাতেন, তেমনই কুর্তা পাজামাতেও ততোধিক স্বচ্ছন্দ ছিলেন তিনি। শীত পরলে শাল নিতেন সঙ্গে। মাঝে মধ্যে মাথায় পরতেন বাবার মতো টুপিও। 


আর বঙ্গ রাজনীতির দিকে তাকালে জ্যোতিতে তো আলো পড়বেই। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরে রাজ্যে শুরু হয়েছিল সিপিএমের আমল। পাট ভাঙা সাদা ধুতি আর পাঞ্জাবি পোশাক বলতে ছিল এই। তবে এখনও ‘প্রাচীন’ বঙ্গে বামের ড্রেসকোড হিসেবে এই পোশাক বেশ প্রশংসিত। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বসু, সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। ধীরে ধীরে বামেদের নতুন ব্রিগেড তা ভেঙেছেন। 

লোকসভা ভোটের মরশুম চলছে। সমস্ত রাজনৈতিক দলের তাবড় তাবড় নেতারা প্রতিদিন মিশে যাচ্ছেন মানুষের সঙ্গে। দেব থেকে দেবাংশু, অভিষেক থেকে অভিজিৎ- প্রচারে প্রার্থীদের সাজপোশাকে থাকছে চমক।  


ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃতীয় বারের জন্য লড়ছেন দেব। তিনি আবার সুপারস্টারও বটে। কপ্টারে উড়ে রাজ্যের নানা জেলায় উড়ে যাচ্ছেন দেব। বেশিরভাগ সময় পরছেন ডেনিম, হালকা ফুরফুরে টিশার্ট কিংবা চেক শার্ট। শার্টের বুকের কাছে ঝুলছে রোদ চশমা। 


প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সরাসরি ভোটের ময়দানে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ-এর পোশাকে থাকছে আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া। কখনও ধুতি, কখনও পাঞ্জাবি। সঙ্গে উত্তরীয়। এই তাঁর সাজ। 


সিপিএমের যুব নেতা সৃজন ভট্টাচার্য, লড়ছেন যাদবপুর কেন্দ্র থেকে। বামেদের যুব ব্রিগেডের এই নেতার বেশ জনপ্রিয়তা রয়েছে। কমফোর্টই সৃজনের পোশাকের ইউএসপি। কখনও পরছেন হালকা সুতির পাঞ্জাবি, কখনও পরছেন শর্ট কুর্তা বা হাফ শার্ট, সঙ্গে ডেনিম। মাফলারের মতো গলায় থাকছে লাল উত্তরীয়। 


গোল গোল চশমা, হালকা পাঞ্জাবি , ডেনিম আর কেতাদুরস্ত গোঁফে নিজেকে বেশ গুছিয়েছেন তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু। কঠিন কেন্দ্রে লড়ছেন তিনি। প্রচার করছেন পুরো দমে। পরনে থাকছে হালকা পাঞ্জাবি, কখনও বা হাফ কুর্তা। ঘড়ি পরতে ভুলছেন না তিনি। 


বহরমপুর এবং মুর্শিদাবাদের অধীর সেলিম জুটি নিয়ে এবার বেশ প্রত্যাশা রয়েছে বাম কংগ্রেসের। বর্ষীয়ান নেতাদের মধ্যে এখনও লক্ষ করা যায় সেই ধারাবাহিকতা। অধীরের মাথার টুপি আর সেলিমের টানটান পাজামা পাঞ্জাবি। তবে এবার প্রচন্ড গরমে কখনও কখনও টিশার্ট-ও পরেছেন তাঁরা। 


তৃণমূলের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী, তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর কাড়ছেন ফরমালে। ফুল স্লিভ শার্ট, অথবা কুর্তা আর প্যান্ট। হাতে ঘড়ি, চশমা। প্রচারে পরতে ভুলছেন না জোড়াফুলের ব্যাজ। গ্ল্যামারে তিনি টেক্কা দিচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থীদেরও। 


সব মিলিয়ে ভোট আবহে নেতাদের কেতা কিন্তু বেশ চোখে পড়ার মতো। 

Rajiv Gandhi

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM