দেশজুড়ে চলছে চুতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব। সেলেব থেকে সাধারণ, নির্বাচনে সকলের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সমানাধিকার রয়েছে। এদিন দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের পুংলাপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ নম্বর বুথে ভোট দিলেন কাঁচা বাদাম খ্যাত গায়ক ভুবন বাদ্যকার। সকলকে ভোট দেওয়ার আবেদনও জানালেন ‘বাদাম কাকু’
Loksabha Election 2024 : নামের পাশে লেখা ডিলিট, ভোট দিতে গিয়ে জানলেন ভোটার, চতুর্থ দফাতেও একই ঘটনা রাজ্যে
উল্লেখ্য, এই ট্রেন্ডের যুগে সোশ্যাল মিডিয়ার একসময়ের সেনসেশন হয়ে উঠেছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) , বছর দুয়েক আগে তাঁর স্বরচিত ‘কাঁচা বাদাম’ গান মানুষের মুখে মুখে ফিরেছে। বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল তাঁর গাওয়া সেই গান। তবে এখন তাঁর জনপ্রিয়তায় যে খানিক ভাটা পড়েছে তা অস্বীকার করার জায়গা নেই।