ফের বিতর্কিত মন্তব্য করলেন বর্ধমান উত্তর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ। সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, "হামলার বদলে হামলা হবে।"
শনিবার রাতে দুর্গাপুরের নিউটাউন এলাকায় BJP এবং TMC-র মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। রবিবার বর্ধমানের সাধনপুর এলাকায় প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। সেসময় শনিবারের ওই ঘটনা প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
কী বললেন দিলীপ ঘোষ?
তিনি বলেন, "আমাদের উপর হামলা হলে হামলা করেই উত্তর দেব। অন্য কে কী করবে জানি না। চোখ দেখালে চোখ দেখাবো, লাথি দেখালে লাথি দেখাবো, হামলার বদলে হামলা হবে। আর ওরা ১৩ তারিখ পর্যন্ত ভদ্র না থাকলে আমি তো থাকব ৫ বছর। তখন হিসেব হবে।"