বালুরঘাটে সস্ত্রীক ভোট দিলেন বিজেপি প্রার্থী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বাড়ি থেকে হেঁটে গিয়েই ভোটের লাইনে দাঁড়ান সুকান্ত। যদিও সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ, গঙ্গারামপুর সহ একাধিক এলাকায় সকাল থেকেই তৃণমূল ভোট বন্ধ করার চেষ্টা চালিয়েছে। যদিও সুকান্তর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।
Loksabha Election 2024 : বেঙ্গালুরুতে ভোট দিলেন রাহুল দ্রাবিড়, নতুন ভোটারদের মতদানের আহ্বান
এদিকে, সকাল সকাল ভোট সেরেছেন অন্যান্য কেন্দ্রের প্রার্থীরাও। ইতিমধ্যেই ভোট দিয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। শিলিগুড়ির মার্গারেট স্কুলে ভোট দিয়েছেন দার্জিলিং-এর তৃণমূল প্রার্থী গোপাল লামা।