জেল থেকে ছাড়া পেয়েই শনিবার সকালে নির্বাচনী প্রচার শুরু করেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর সাফ বক্তব্য, জেলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলেন কেজরিওয়াল?
তিনি বলেন, "দেশের সব বিরোধী নেতাকে শেষ করতে চাইছেন মোদী। যত বিরোধী নেতা আছেন সবাইকে জেলে পাঠিয়েছে। আর যত BJP-র নেতা রয়েছেন তাঁদের সুরক্ষা দিচ্ছেন। বিরোধীদের মধ্যে মণীশ সিসোদিয়াকে জেলে পাঠিয়েছে, সঞ্জয় সিংকে জেলে পাঠিয়েছে, কেজরিওয়ালকে জেলে পাঠিয়েছে, হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়েছে, মমতা দিদির একাধিক মন্ত্রীকে জেলে পাঠিয়েছে, স্ট্যালিনের একাধিক মন্ত্রীকে জেলে পাঠিয়েছে। যদি ওরা নির্বাচনে জিতে যায়,অ্যাভিডেবিটের উপর লিখিয়ে নিন, কয়েকদিন পর মমতা দিদি জেলে থাকবে, স্ট্যালিন জেলে থাকবে।"
একইসঙ্গে তাঁর দাবি, দেশে কোনও বিরোধীনেতাকে থাকতে দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ওয়ান নেশন, ওয়ান লিডার মিশন নিয়েছে গেরুয়া শিবির। পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধও হন তিনি।