"রাজ্যে ৩০ টি আসন পেলে পশ্চিমবঙ্গে BJP সরকার তৈরি হবে।" কাঁথির নীলপুরে একটি নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
বৃহস্পতিবারের ওই সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন রাজ্যে ৩০ টি আসনে BJP জয় পেলেই ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। অর্থাৎ, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ভেঙে ক্ষমতায় আসবে BJP। তিনি বলেন, " নরেন্দ্র মোদী বলেছেন আপনারা যে ফ্রি রেশন পান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে, আরও পাঁচ বছর মাথাপিছু পাঁচ কেজি করে চাল, গম বা আটা এই কর্মসূচি চালু থাকবে। নরেন্দ্র মোদী বলেছেন সত্তর বছর বয়স হলে সমস্ত প্রবীণ, প্রবীণার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদী। তিনি এই গ্যারান্টি দিয়েছেন। আর আমরা পশ্চিমবঙ্গে বলছি যে ৩০টা পদ্ম হলে BJP-র সরকার তৈরি হবে। ডবল ইঞ্জিন।"
Read More- ভোটগ্রহণের আগেই উত্তপ্ত নন্দীগ্রাম, BJP-কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ! অস্বীকার শাসকদলের
শুধু শুভেন্দু নয়, বুধবার রাজ্যে এসে একই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরের একটি সভায় তিনি দাবি করেছিলেন, রাজ্যে ৩০টি আসন পেতে চলেছে BJP। এবং তারপর তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে।
কী বলেছিলেন অমিত শাহ?
বুধবারের ওই সভায় অমিত শাহ বলেন, "বাংলার মানুষ জেনে রাখুন, এবার কমপক্ষে ৩০টি আসন পেতে চলেছেন মোদীজি। এবং যদি আমরা ৩০টি আসন পাই তা হলে তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা দিদির সরকারের বিদায় হবে খুব তাড়াতাড়ি।"