২০ মে, দেশ জুড়ে চলছে পঞ্চম দফার নির্বাচন। মুম্বাই উত্তর, মুম্বাই উত্তর পশ্চিম, মুম্বাই উত্তর পূর্ব, মুম্বাই উত্তর সেন্ট্রাল, মুম্বাই দক্ষিণ এবং মুম্বাই দক্ষিণ সেন্ট্রাল সহ মায়ানগরীর ছয়টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সাধারণ মানুষের মতোই আজ সেলেবদেরও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দিন। সকাল থেকেই মুম্বইয়ের বিভিন্ন বুথে ক্যামেরা বন্দি হলেন টিনসেল টাউনের তারা-রা।
মহারাষ্ট্রের যমুনাবাই নার্সি স্কুলে ভোট দেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। মাথায় হ্যাট, পরনে মেরুন শার্ট, ভোট দিয়ে কালি লাগানো আঙুল উঁচিয়ে ফ্রেমবন্দিও হন বর্ষীয়ান অভিনেতা। আমির কন্যা আইরা খান এবং পুত্র জুনাইদ খানও ভোট দেন শনিবার সকালেই। শাহিদ কাপুর তাঁর ইনস্টাগ্রামে ভোটদানের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আঙুলে ভোটের কালি দেখিয়ে ছবিও শেয়ার করেছেন শাহিদ। মেয়ে মেঘনার সঙ্গে ভোটদান করেন গুলজার। জাভেদ আখতার ও সাবানা আজমিও ভোট দান প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সকাল সকাল।
বাবা বনি কাপুরের সঙ্গে গিয়ে ভোটদান করেছেন খুশি কাপুর। জাহ্নবী কাপুরও দিয়েছেন ভোট। সোমবার সকালে একেবারে সাদা সালোয়ার কামিজ আর চোখে রোদ চশমা এঁটে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহন করেছেন অভিনেত্রী বিদ্যা বালান।
Lok Sabha Election 2024: ভোট দিলেন অনীল আম্বানি, ছবির প্রোমোশন ছেড়ে মুম্বই উড়ে এলেন জাহ্নবী-রাজকুমার রাও
মুম্বাইয়ের একটি কেন্দ্রে এসে ভোট দেন গোবিন্দাও। এছাড়াও মায়ানগরীর একাধিক বুথে ভোট দিতে গিয়ে ফ্রেমবন্দি হয়েছেন রণদীপ হুডা , হেমা মালিনী, অনুপম খের, মনোজ বাজপেয়ীদের মতো প্রথম সারির বলি তারকারাও।