তৃতীয় দফার ভোটে সকাল থেকেই কার্যত উত্তপ্ত মুর্শিদাবাদ কেন্দ্রের একাধিক ভোটগ্রহণ কেন্দ্র। হরিহরপাড়ার কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। অভিযোগ, কর্মী-সমর্থকদের ভয় দেখাতেই এই কাজ করেছে তৃণমূল। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। যদিও কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
জঙ্গিপুরেও অশান্তির খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে হাতাহাতির অভিযোগ তৃণমূল ও কংগ্রেস বুথকর্মীদের। এদিকে মালদা উত্তর কেন্দ্রে বিজেপির এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদ কেন্দ্রে একাধিক বুথে অশান্তির খবর এসেছে। বোমাবাজি, গুলির অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।