লোকসভা নির্বাচনের দিন সকাল থেকেই বহরমপুর কেন্দ্রের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি। বেলডাঙায় বুথের বাইরে অবৈধ জমায়েত। সেই জমায়েত লক্ষ্য করে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। ঘটনাটি ঘটেছে বেলডাঙা ব্লকের মির্জাপুর খাগড়ুপাড়া ৮৫ নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় জমায়েত ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে বড়ঞায় কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। বহরমপুর লোকসভার বড়ঞা বিধানসভার অন্তর্গত হরিবাটি গ্রামে ৫১ ও ৫২ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিপেটা করে পুলিশ। এক কংগ্রেস কর্মীকে চড় মারারও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ এসেছে সালারেও। সালার তানার ১২৩ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়া অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।