আজ থেকেই দেশ জুড়ে শুরু হয়ে গেল লোকসভা ভোট। বাংলায় আজ প্রথম দফার ভোট গ্রহণ। উত্তরবঙ্গের তিন জেলায় চলছে নির্বাচন। সকালেই নিজেদের বুথে ভোট দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। সকালে বাড়িতে পুজো দিয়ে, সস্ত্রীক ভোট দিয়েছেন তিনি।
ভোট দেওয়ার কাজ মিটিয়ে নিয়েছেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণও। জলপাইগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মহামায়া পাড়ার সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন দেবরাজ। এছাড়াও ভোট দিয়েছেন কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া।