সপ্তম তথা শেষ দফার নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হচ্ছে কলকাতাকে৷ শহরে মোতায়েন থাকবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুত রাখা হচ্ছে ৩২৪টি কুইক রেসপন্স টিম এবং ৩৬টি স্পেশাল কুইক রেসপন্স টিম। যাদবপুর লোকসভা কেন্দ্রের অর্ন্তগত ভাঙড় বিধানসভার কিছুটা কলকাতা পুলিশের অধীনে। সেই অঞ্চলের জন্য মোতায়েন থাকছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা শহরের মোট ৪৫টি জায়গায় নাকা চেকিং পয়েন্ট তৈরি করা হয়েছে। এছাড়া ৭২টি বহুতল থেকেও চলবে নজরদারি৷ সব মিলিয়ে নিরাপত্তার কোনও ফাঁক রাখতে নারাজ কমিশন।
সপ্তম দফায় বাংলার মোট ৯ কেন্দ্রে ভোট। কলকাতার দুটি কেন্দ্র, যাদবপুর, দমদম ছাড়াও ভোট রয়েছে জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসত কেন্দ্রে।