ভোট মিটে গেলেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী । শেষ দফা ভোট ১ জুন । ফলপ্রকাশ ৪ জুন । নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটের ফলপ্রকাশের পর আরও দুই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে । অর্থাৎ, ৬ জুন পর্যন্ত আধা সেনা মোতায়েন থাকবে বাংলায় ।
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার, ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে । তার মধ্যে ১১৫ কোম্পানি সিআরপিএফ, ১১৮ কোম্পানি বিএসএফ, ৭১ কোম্পানি সিআইএসএফ থাকবে । আর আইটিবিপি থাকবে ৩৬ কোম্পানি। এসএসবি থাকবে ৬০ কোম্পানি। ভোটের পরে যাতে কোথাও কোনও অশান্তি না হয় সেটা নিশ্চিত করার জন্য় ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ।
শনিবার শেষ দফা ভোট বঙ্গে । ১ জুন ভোট রয়েছে রাজ্যের মোট ৯টি কেন্দ্রে । ডায়মন্ড হারবার, যাদবপুর, দমদম, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, বসিরহাট, জয়নগর, মথুরাপুরের ভোটাররা ভোট দেবেন । নজরে থাকবে উত্তরপ্রদেশের বারাণসী, হিমাচলের মাণ্ডিও ।