প্রথম দফার ভোটে ফের উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়িতে। মহানন্দা গার্লস স্কুলের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়কে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এমনকি তাঁর গাড়ি আটকানো হয় বলেও অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম না মেনে ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢোকার চেষ্টা করছিলেন শিখা চট্টোপাধ্যায়।
কী অভিযোগ?
পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের নিয়ম মানছিলেন না। বুথের একদম কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। তাঁকে আটকানো হয়।
শিখা চট্টোপাধ্যায়ের পালটা দাবি, তিনি কোনও অবৈধ কাজ করেননি। শুধুমাত্র ওই এলাকার BJP-নেতাদের সঙ্গে কথা বলছিলেন। মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে পালটা দাবি তাঁর।