রাঁচিতে ইন্ডিয়া জোটের সভায় তুমুল বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল। নিজেদের মধ্যেই চেয়ার ছোড়াছুড়ি করলেন কংগ্রেস এবং আরজেডি সমর্থকরা৷ সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কংগ্রেস সহ বিরোধী শিবিরকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য চেয়ার ছোড়াছুড়ির ভিডিও পোস্ট করেন। সঙ্গে ক্যাপশন, 'এইভাবেই কি ‘হালাত’ বদলাতে চায় হাত? তবে আসন রফা নিয়ে জোটের মধ্যে যেমন সংঘর্ষ হচ্ছিল, এই বিশৃঙ্খলা তার কাছে কিছুই নয়।'
Dev-Hiran: তরজা চলছেই, 'হিরণের সিনেমার কেরিয়ার শেষ..', বলে দিলেন দেব
রাঁচির সভায় জনসমাগম হয়েছিল যথেষ্ট। যদিও রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী আসেননি। মঞ্চে ছিলেন জেলবন্দি হেমন্ত সরনের স্ত্রী কল্পনা। ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতাও৷ সভাস্থলে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাতরা জেলার কংগ্রেস প্রার্থী কেএন ত্রিপাঠির ভাই এবং ছাতরা জেলার আরজেডি সমর্থকরা। একে অপরের দিকে চেয়ার ছুড়তে শুরু করেন তাঁরা। এই ঘটনায় মাথায় চোট পেয়েছেন কে এন ত্রিপাঠীর ভাই গোপাল ত্রিপাঠী।