রাহুল গান্ধির মনোনয়ন বাতিলের দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির দাম অনিরুদ্ধ প্রতাপ সিং। তাঁর দাবি, রাহুল গান্ধি ভারতের নাগরিকই নন। পাশাপাশি মোদী পদবী মামলাতেও সাজা পেয়েছেন । সেকারণে তাঁর মনোনয়ন বাতিলের দাবি তাঁর।
জানা গিয়েছে, অনিরুদ্ধ প্রতাপ সিংয়ের আইনজীবী অশোক পান্ডে রায়বড়েলির জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি ২০০৬ সালে রাহুল নিজেই বলেছিলেন তিনি ব্রিটিশ নাগরিক। সেকারণে তাঁর দাবি, অন্য দেশের নাগরিক হয়ে ভারতের নির্বাচনে লড়তে পারেন না তিনি।
যদিও কংগ্রেসের তরফে ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি রাহুলের মনোনয়ন আগেও বৈধ ছিল এখনও বৈধ রয়েছে।