কংগ্রেসের বিরুদ্ধে 'মুসলিম প্রীতি'র অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁকে পাল্টা আক্রমণ করল হাত শিবির। কংগ্রেসের অভিযোগ, প্রথম দফার নির্বাচনের পর হতাশায় ভুগছে বিজেপি। সেই কারণেই মিথ্যাচার এবং ঘৃণাভাষণের রাজনীতি করছে গেরুয়া শিবির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে তারা দেশের সম্পত্তিতে মুসলিমদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে দেবে। উপস্থিত জনতাকে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, "আপনারা কি চান, আপনাদের পয়সা বহিরাগতদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক? মেনে নিতে পারবেন তো সেটা?''
Amar Boss: গরমেই আসছে রাখি গুলজারের 'আমার বস', সামনে এল পোস্টার
মেদীকে পাল্টা আক্রমণ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মোদীর এমন মরিয়া ঘৃণাভাষণ প্রমাণ করছে, প্রথমদফার নির্বাচনে দারুণ ফল করতে চলেছে ইন্ডিয়া ব্লক। সেই কারণেই প্রধানমন্ত্রী নজর ঘোরাতে চাইছেন৷ কিন্তু দেশের ১৪০ কোটি মানুষকে ঘৃণাভাষণ এবং মিথ্যাচারের মাধ্যমে ভুল বোঝানো যাবে না।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও অভিযোগ, প্রথম দফার নির্বাচন দেখে হতাশ প্রধানমন্ত্রী ঘৃণাভাষণের পথে হেঁটেছেন।
কংগ্রেসের দাবি, নির্লজ্জ মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী। তাদের ইস্তেহারে হিন্দু-মুসলিম শব্দই নেই৷