বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, ফের গেরুয়া সুনামি উঠতে চলেছে দেশে। বিপুল ভোটে জিততে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ৷ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি৷ কিন্তু এক্সিট পোলের এই ফলাফ উড়িয়ে দিচ্ছেন বিরোধী জোট ইন্ডিয়ার নেতানেত্রীরা৷ কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও এবার সেই বার্তাই দিলেন।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সনিয়া। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অপেক্ষা করুন এবং দেখুন। আমরা খুব আশাবাদী যে, বুথফেরত সমীক্ষায় যা দেখিয়েছে, আমাদের চূড়ান্ত ফলাফল তার সম্পূর্ণ বিপরীত হবে।"
এর আগে রাহুল গান্ধী বুথফেরত সমীক্ষাকে মোদী মিডিয়া পোল’ বলে কটাক্ষ করেছেন। বুথফেরত সমীক্ষার ফল মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আম আদমি পার্টি, সিপিএম সহ অন্য বিরোধী দলগুলিও বুথফেরত সমীক্ষার ফলাফল উড়িয়ে দিয়েছে।