দক্ষিণ কলকাতার CPIM প্রার্থী সায়েরা শাহ হালিমকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের মডার্ন হাইস্কুলে। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জানা গিয়েছে, বালিগঞ্জের ওই স্কুলে CPIM এর এজেন্ট হিসেবে ছিলেন CPIM নেতা সূর্যকান্ত মিশ্রের মেয়ে। তাঁকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেসময় ঘটনাস্থলে পৌঁছন সায়েরা শাহ হালিম। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূলের পালটা দাবি, মদ্যপ অবস্থায় এজেন্ট হিসেবে বসেছেন সূর্যকান্ত মিশ্রের মেয়ে। তিনি বিশৃঙ্খলা তৈরি করছেন বলে পালটা অভিযোগ শাসক দলের।
কী বললেন দক্ষিণ কলকাতার প্রার্থী?
সায়েরা শাহ হালিমের অভিযোগ, সূর্যকান্ত মিশ্রের মেয়েকে এজেন্ট হিসেবে বসতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ঘটনাস্থলে তিনি পৌঁছলে তাঁকে বিক্ষোভ দেখানো হয়। মারধর করারও প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়।
এই ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা ঘটুনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।