কলকাতা দক্ষিণের CPIM-এর প্রার্থী সায়েরা শাহ হালিমকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। আর এই ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় CPIM কর্মীদের। যদিও কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
রবিবাসরীয় সকালে কালীঘাট এলাকায় প্রচার শুরু করেন সায়েরা শাহ হালিম। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢোকার চেষ্টা করেন তাঁরা। সঙ্গে ছিলেন CPIM নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সেসময়ই তাঁদের আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের দাবি, ওই এলাকায় ১৪৪ ধারা মোতায়েন থাকে। তাই ওই এলাকায় প্রচারে অনুমতি দেওয়া সম্ভব নয়।
কী বললেন CPIM প্রার্থী?
সায়ের শাহ হালিম বলেন, "আমরা প্রচার করতে এসেছি। কিন্তু পুলিশ বলছে এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। সেই কারণে নির্বাচনী প্রচার সম্ভব নয়। কিন্তু আমরা ৫ জনও নেই। মাত্র ৩ জন রয়েছি। আমাদের কাছে অস্ত্র নেই। কাউকে হুমকি দিচ্ছি না। কিন্তু বিনা কারণে পুলিশ বাধা তৈরি করছে।"
অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মীনাক্ষি মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, অভিযোগ করার জন্য বারবার নির্বাচন কমিশনকে ফোন করা হয়েছিল। কিন্তু কমিশনের তরফে কোনও জবাব মেলেনি। এমনকি কমিশন ফোন ধরেনি বলেও অভিযোগ তাঁর।