তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এবার একইভাবে ভোটের হার নিয়ে কমিশনের উদ্দেশে প্রশ্ন তুললেন দমদমের CPIM প্রার্থী সুজন চক্রবর্তী।
ভোটদানের হার প্রসঙ্গ-
রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে তিনি জাতীয় নির্বাচন কমিশনের তুলনা টানেন। এপ্রসঙ্গে তিনি বলেন, "প্রথম দফার ভোটের পর বলল ৬০ শতাংশ ভোট পড়েছে। পরের দফায় বলল ৬১ শতাংশ। কয়েকদফার পর সেটা হয়ে গেল ৬৬ শতাংশ।" প্রশ্ন তোলেন EVM এর কারচুপি করেই কি এইভাবে ভোটের হার বৃদ্ধি করা হয়েছে? এবিষয়ে BJP-র কাছে জবাবও দাবি করেছেন তিনি।
কুণাল প্রসঙ্গ
বুধবার রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণাল ঘোষকে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তার প্রতিক্রিয়া দিতে গিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কুণাল বলেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত এখনও একজন রাজ্যের মন্ত্রিসভায় রয়েছে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সুজন। তিনি বলেন, "কুণাল ঘোষ একই কথা স্বীকার করেছেন। যাঁরা চাকরি দুর্নীতির টাকা নিয়েছেন তাঁদের মধ্যে দু-চারজন জেলে থাকলেও বাকিরা তো মন্ত্রিসভায় বসে রয়েছেন। তাঁরা তো দলের নেতা। সবাই নেতা।...কুণাল ঘোষ জানেন। জেনেও ধামাচাপা দিচ্ছেন।"