আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ BJP এবং তৃণমূলকে পছন্দ করছে না। নির্বাচনী প্রচারে CPIM-এর প্রতি আগ্রহ দেখিয়েছে সাধারণ মানুষ। ভোট দিয়ে বেরিয়ে এমনই দাবি করলেন CPIM নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়।
Read More- বেলডাঙায় বুথ দখলের অভিযোগ, তাড়া কেন্দ্রীয় বাহিনীর, বিক্ষিপ্ত অশান্তি বড়ঞাতেও
চতুর্থ দফার ভোটগ্রহণের দিন সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি বিধানসভা চলবলপুর প্রাইমারি স্কুলের ১৩ নম্বর বুথে CPIM নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ভোট দিলেন। ভোট দিয়ে মীনাক্ষি মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। এবং আসানসোল লোকসভা কেন্দ্রের প্রচুর মানুষ BJP এবং তৃণমূলের উপর ক্ষিপ্ত। অন্যদিকে কেতুগ্রামে খুনের ঘটনায় CPIM এর বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়টিও অস্বীকার করেছেন মীনাক্ষি।
এবিষয়ে মীনাক্ষি মুখোপাধ্যায়ের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে কেতুগ্রামের একাধিক পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি বামেরা। সুতরাং CPIM এর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।