Loksabha Election 2024: 'সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, জিততে হবে', বুদ্ধদেব ভট্টাচার্যের AI বার্তা

Updated : May 04, 2024 19:34
|
Editorji News Desk

লোকসভা নির্বাচনের ময়দানে এবার বুদ্ধদেব ভট্টাচার্য! বামপ্রার্থীদের জয়ী করার আবেদনও করলেন। সশরীরে আসেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্ত্বার হাত ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিরূপ তৈরি করা হয়েছে। সিপিআইএমের সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই নিয়েই এবার চর্চা বঙ্গ রাজনীতিতে।

কয়েকদিন আগে AI মডেল সমতাকে প্রকাশ্যে আনে সিপিআইএম। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ২ মিনিট ৬ সেকেন্ডের AI বার্তা শেয়ার করল সিপিআইএম।  

ভিডিয়ো বার্তায় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিকে, রাজ্যে তৃণমূল ও বিজেপিকে এক যোগে আক্রমণ করতে দেখা যায়। ওই AI মডেল বলেন, "দেশ-দুনিয়ার এই পরিস্থিতিতে ভাল থাকা সত্যিই দুষ্কর। কী ঘটে যাচ্ছে বাংলায়। সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই। মহিলাদের সম্মান নেই। দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্য।" বিজেপিকেও আক্রমণ করা হয় ওই ভিডিয়ো বার্তায়। বলা হয়, "নোটবন্দি করল, কর্পোরেটদের তোষণ, ইলেক্টোরাল বন্ডের মতো দুর্নীতি। ধুঁকছে অর্থনীতি। মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বিজেপির বাড়বাড়ন্ত। দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না।"

সম্প্রতি, একাধিকবার শারীরিক অবস্থার সম্মুখীন হতে দেখা যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আর রাজনীতির ময়দানে দেখা যায়নি তাঁকে। ভোটের মুখে তাঁর বার্তা রাজ্যের বামকর্মীদের নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Buddhadeb Bhattacharjee

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM