ঘাটাল লোকসভা আসনে এবারে তারায় তারায় লড়াই। একদিকে তৃণমূলের প্রার্থী টলিউডের সুপারস্টার দেব, যিনি ঘাটাল থেকেই পর পর দুবার জিতেছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী আরেক নায়ক হিরণ, যিনি গত বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। দেব বনাম হিরণ যুদ্ধের উত্তাপ বাড়ছে। হিরণ একাধিকবার তীব্র আক্রমণ করেছেন দেবকে। পাল্টা জবাব দিয়েছেন দেবও৷ এবার দেব দাবি করলেন, হিরণের সিনেমার কেরিয়ার শেষ!
Election 2024: শাহি সফরে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরবঙ্গে জোড়া সভা মঙ্গলবার
হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আন্দুলে প্রচারে এসেছিলেন দেব। আন্দুল রাজবাড়ির মাঠে বক্তৃতা করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "হিরণের সিনেমার কেরিয়ার শেষ। টিঁকে আছে তো হেডলাইন রাজনীতির জন্য। আমি ১০ বছর ধরে রাজনীতি করছি, যেটা সৌজন্যের রাজনীতি।"
দেবের আরও কটাক্ষ, তিনি ভোটে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত হতেেন। ঘাটালের মানুষ ঠিক করে নিয়েছেন কাকে ভোট দেবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।