তাপমাত্রার পারদ চড়ছে। তাপপ্রবাহ শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। অসুস্থ হচ্ছেন অনেকেই। এবার তাপপ্রবাহ থেকে কীভাবে সুস্থ থাকবেন সেবিষয়ে পরামর্শ দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
লোকসভা নির্বাচনের প্রচারে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রচার করেন দিলীপ ঘোষ। সেসময় দিলীপ ঘোষকে তাপপ্রবাহ নিয়ে প্রশ্ন করা হয়।
কীভাবে সুস্থ থাকবেন? সেই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "সুস্থ মানুষরা একটু নিয়ম মেনে চললে অসুস্থ হবেন না। কিন্তু যাঁদের সুগার বেশি তাঁদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। সবসময় শুকনো সুতির গামছা রাখা প্রয়োজন। ডাবের জল, বেলের সরবত, লেবুর সরবত খাওয়া।"
এই প্রসঙ্গে তিনি বলেন, "একমাত্র কাঁচা আম লু থেকে বাঁচাতে পারে।" একইসঙ্গে ছাতুর সরবত খাওয়ারও পরামর্শ দেন তিনি।