ইন্ডিয়া জোট ১৫০টি আসনও পার করতে পারবে না। ভোট মিটতেই নিউটাউনের ইকো-পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এমনই দাবি করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ।
লোকসভা নির্বাচনে প্রচারে সোমবার বনগাঁর পাইপ রোডের অভিযান সংঘ ময়দানের জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, BJP বুঝে গিয়েছে চলতি নির্বাচনে তারা ২০০ আসনও পার করতে পারবে না।
কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
"তিনটে দফা ভোট হয়েছে। মুখটা চুপসে গেছে।...তিনটে দফা যা হয়েছে তাতেই কুপোকাৎ হয়েছে। এপাস, ওপাস, ধপাস হয়েছে। বলেছিল না ইস বার ৪০০ পার। ২০০-নাহি পার হোগা তো ৪০০ ক্যাসে পার হোগা। এবার পগার পার হবে।"
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "আমি বলছি আপনার (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) ভাই শাহজাহানের টাকা যত বাড়ছে আপনার ভোট তত কমছে। শাহজাহানের হয়তো ৩১৫ কোটি টাকা হয়ে যেতে পারে,টি এম সি বা ইন্ডিয়া জোটের কোনও চান্স নেই ১৫০ পার হওয়ার। বোকা বানানোর চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন। এক ডজন সিট কমেছিল। এবার আর এক ডজন সিট কমলে শুয়ে পড়বে TMC। পার্টি অফিস খোলার লোক থাকবে না।"