নিজের কেন্দ্রের ভোটগ্রহণের আগের দিন স্লোগানে চমক দিলেন BJP প্রার্থী দিলীপ ঘোষ। জয়ের বিষয়ে আশাবাদী দিলীপ ঘোষ রবিবার সকালে বলেন, "দল যার যার, ভোটার দিলীপ ঘোষেরই।”
রাত পোহালেই ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। ভাগ্য নির্ধারণ হবে BJP প্রার্থী দিলীপ ঘোষের। তার আগে রবিবার সকালে দুর্গাপুরে একটি চায়ের আমন্ত্রণে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই স্লোগান দেন তিনি।
Read More- সন্দেশখালির ঘটনায় রেখা পাত্র ও গঙ্গাধরের বিরুদ্ধে এফআইআর, বিজেপি নেত্রীকে সমন
দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয়, সোমবার লোকসভা নির্বাচন। ফলাফল কী হতে পারে? তার জবাবে দিলীপ ঘোষ বলেন, "জ্যোতিষ দিয়ে নির্বাচন হয় না। পরিশ্রম দিয়ে হয়। দিলীপ ঘোষ পরিশ্রম করছে। পরিশ্রম করে আগেও জিতেছে, এবারও জিতবে। মানুষই আমাকে স্বীকার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমি বলব পার্টি যার যার, ভোটার দিলীপ ঘোষের।