ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভোগালি এলাকার তৃণমূলে বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হল মঙ্গলবার সন্ধেয়। তৃণমূলের দাবি, বোমাবাজির নেপথ্যে রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকির দল। আইএসএফের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বোমাবাজি হয়েছে ভোগালিতে।
বোমাবাজির ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় ভোগালি এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশবাহিনী। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় বার বার শিরোনামে উঠে এসেছে ভাঙড়। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার হয়েছিল সেখানে। ভাঙড় বিধানসভাটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অর্ন্তগত। সেখানে ভোট আগামী ১ জুন।