সমস্ত জল্পনার অবসান। আমেঠী নয়, মা সনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলী কেন্দ্র থেকে লোকসভা নির্বাচন লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিলেন সনিয়া। পাশের কেন্দ্র আমেঠীতে লড়ে হেরে গিয়েছিলেন রাহুল৷ এবার আমেঠীতে গান্ধী পরিবারের কেউ ভোটে লড়ছেন না। সেখান থেকে কংগ্রেস প্রার্থী করেছে কিশোরীলাল শর্মাকে।
দশকের পর দশক ধরে আমেঠী এবং রায়বরেলী কংগ্রেসের দুর্গ হিসাবে পরিচিত। যদিও গত লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছে রাহুল হারায় আমেঠী হাতছাড়া হয় হাত শিবিরের। সনিয়া অবশ্য রায়বরেলীর গড় ধরে রাখেন। আগামী ২০ জুন পঞ্চম দফায় ভোট হবে আমেঠী এবং রায়বরেলীতে।
আমেঠী থেকে বিজেপির বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন। অন্যদিকে রায়বরেলীতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহকে। তাঁর বিরুদ্ধে লড়াই রাহুলের।
গত লোকসভা নির্বাচনে আমেঠী ছাড়াও কেরলের ওয়েনাড থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল। আমেঠীতে বিজেপির কাছে হারলেও ওয়েনাডে সিপিআই প্রার্থীকে হারিয়ে সংসদে যান তিনি। এবারও ওয়েনাড থেকে রাহুল ভোটে লড়েছেন। সেখানে ভোট হয়ে গিয়েছে। এবার রায়বরেলীর গড়রক্ষার লড়াই তাঁর।