কেরলের লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী । বুধবার সকালে ওয়েনাড়ে প্রথমে দলের কর্মীদের সঙ্গে বিশাল রোড শো করেন । তারপর মনোনয়ন পত্র পেশ করেন কংগ্রেস নেতা । উল্লেখ্য, ওয়েনাড় থেকে দ্বিতীয়বার লড়াই করবেন রাহুল ।
বুধবার রাহুল গান্ধী জানান, তিনি সবসময় যে কোনও পরিস্থিতিতে ওয়েনাড়ের মানুষের সঙ্গে রয়েছেন । রাহুল বলেন, 'ওয়ানেড় আমার বাড়ি, সেখানকার মানুষ আমার পরিবার, ওয়েনাড়ের ঐতিহ্যবাহী ভূমি আমার পথপ্রদর্শক ।' তাঁকে সমর্থনের জন্য ওয়ানেড়ের মানুষকে কৃতজ্ঞতাও জানিয়েছেন রাহুল । অন্যদিকে, এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিআই প্রার্থী অ্যানি রাজা ।
লোকসভা ভোট শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে । দ্বিতীয় দফা অর্থাৎ ২৬ এপ্রিল ওয়েনাড়ে ভোট রয়েছে । এই কেন্দ্রে কংগ্রেসের প্রতিপক্ষ সিপিআই প্রার্থী অ্যানি রাজা ।