West Bengal By-Poll : লোকসভা ভোট মিটতেই রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন, দিনক্ষণ জানিয়ে দিল কমিশন

Updated : Jun 10, 2024 13:30
|
Editorji News Desk

লোকসভা ভোট শেষ হতে না হতেই আরও একটি নির্বাচন রাজ্যে । আগামী মাসেই বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন । সোমবার সকালেই দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন । বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ জুলাই উপনির্বাচন রয়েছে রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জে । গণনার দিন ১৩ জুলাই । অবশেষে দুই বছর পর বিধায়ক পেতে চলেছে মানিকতলা ।

কমিশন এদিন ৭ রাজের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে । তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কমিশন জানিয়েছে, ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । ২৪ জুন স্ক্রুটিনি হবে । ভোট হচ্ছে ১০ জুলাই । কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ।

২০২১ সালে রাণাঘাট দক্ষিণ থেকে জিতে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন মুকুটমণি অধিকারী । লোকসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দেন তিনি । লোকসভার প্রার্থী করে তৃণমূল । সেইসময় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি ।

বাগদার ক্ষেত্রেও গল্পটা অনেকটা সেরকমই । বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস । পরে তিনি তৃণমূলে ফিরে আসেন ।  বনগাঁ লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করে ঘাসফুল শিবির। তখন বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ।

প্রায় দুই বছর পর বিধায়ক পাচ্ছে মানিকতলা । ২০২১-এ ওই কেন্দ্রে জিতেছিলেন সাধন পান্ডে । কিন্তু, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মারা যান তিনি । তার পর থেকে দীর্ঘ দিন মানিকতলা বিধায়কহীন রয়েছে । বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মামলার জন্য সেখানে উপনির্বাচন হয়নি । 

২০২১ সালে রায়গঞ্জ থেকে ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী । পরে তিনি তৃণমূলে যান। লোকসভায় প্রার্থী হন । ইস্তফা দেন বিধায়ক পদ থেকে ।    

ELECTION COMISSION

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM