নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১০৮ কোটি টাকার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত একটি পরিসংখ্য়ান প্রকাশ করা হয়েছে। উদ্ধার হওয়া মদের একটা বড় অংশ এসেছে খিদিরপুর এলাকা থেকে। মঙ্গলবার সেখান থেকে বিপুল পরিমাণ অর্থের মদ উদ্ধার করা হয়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত বাংলায় ১০৮ কোটি ৩৬ লাখ টাকার বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৭ লাখ ১৯ হাজার টাকার মাদক দ্রব্যও রয়েছে। খিদিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে যে বেআইনি মদ উদ্ধার করা হয়েছে তার বাজারমূল্য ২৪ লাখ টাকা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে খিদিরপুর আরফানগঞ্জ এলাকায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি তালাবন্ধ ঘর থেকে ২৫৬.১৭৫ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ।