তৃণমূলের বিরুদ্ধে 'কুরুচিকর' ভাষায় সংবাদপত্রে বিজ্ঞাপন রাজ্য বিজেপির। এই নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করে শাসক দল। এবার এই ঘটনায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে শো-কজ করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচনী প্রচারে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় বিজেপি। সেই বিজ্ঞাপনী প্রচারে বিজেপির পক্ষ থেকে বলা হয়, তৃণমূলের শাসনে এই রাজ্য 'দুর্নীতির আঁতুড়ঘর'। বিজেপির দাবি, শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, মিড ডে মিল, ১০০ দিনের কাজ নিয়ে অভিযোগ করে বিজেপি। তৃণমূলকে দুর্নীতির মূল বলে দাবি করা হয়। এই নিয়েই কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল। এবার কমিশন সুকান্ত মজুমদারকে শো-কজ করেছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচিব রাকেশ কুমার একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে সুকান্ত মজুমদারের কাছে জানতে চাওয়া হয়েছে, "কেন বিজেপির দেওয়া ওই বিজ্ঞাপনকে নির্বাচনী বিধিভঙ্গের আওতায় ফেলা হবে না?"