ষষ্ঠ দফার নির্বাচনের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। রবিবার রাতে নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার রাজ্যের একাধিক পুলিশ আধিকারিককে রদবদলের নির্দেশ দেন। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বদলি করা হয়েছে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনূপিরের কাঁথির এসডিপিও দিবাকর দাসকেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর এলাকার দুই থানার ওসিও বদল করার নির্দেশ নির্বাচন কমিশনের। পটাশপুর থানার ওসি রাজু কুন্ডু, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ মে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, তমলুকে ভোটগ্রহণ। ভোটগ্রহণ আছে পুরুলিয়াতেও। তার আগেই পদক্ষেপ নির্বাচন কমিশনের।