প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। উত্তরবঙ্গের তিন আসনের মধ্যে কোচবিহার কেন্দ্রে বাড়তি নজর দিচ্ছে কমিশন। এই কেন্দ্রে আঁটসাঁট নিরাপত্তার ক্ষেত্রে ফাঁক রাখতে চাইছে না। দিনহাটায় সভা করতে এসেও এই একই চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর কপালেও। বাহিনীর পাশাপাশি কোচবিহারে দায়িত্বে থাকবে রাজ্যপুলিশও। কমিশন সূত্রে খবর, তিনটি লোকসভা আসনের আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবুও কোচবিহার নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন।
Sealdah UPI : লাগবে না খুচরো, শিয়ালদহ শাখার শৌচালয়ে থাকছে QR কোড
বিভিন্ন জেলা থেকেই পুলিশ আসবে ভোটের ডিউটিতে৷ প্রথম দফার তিন কেন্দ্রে অন্তত ১০ হাজার পুলিশ থাকবে। এরপরেও দ্বিতীয় দফার ভোটের আগে আরও ২২ কোম্পানি বাহিনী ঢুকবে রাজ্যে। দ্বিতীয় দফার ভোট গ্রহণে এ রাজ্যে মোট ১৯৯ বাহিনী থাকবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্নপ্রান্তে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।