ভোট ঘোষণা হওয়ার পর থেকে বিপুল পরিমাণ বেআইনি অর্থ, মদ, গয়না ও মাদক সামগ্রী উদ্ধার করল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯০০০ কোটি টাকার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
কী কী উদ্ধার করা হয়েছে?
এদিকে ২০১৯ সালের লোকসভা যে পরিমাণ বেআইনি অর্থ এবং অন্য সামগ্রী উদ্ধার করা হয়েছিল, চলতি নির্বাচনে এখনও পর্যন্ত তার থেকে আড়াই গুন অর্থমূল্যের সামগ্রী উদ্ধার করা হয়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৮৮৮৯ কোটি টাকার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ৪৫ শতাংশ রয়েছে মাদক দ্রব্য। এবং ১৪ শতাংশ মূল্যবান ধাতু।