অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণনা চলছে পুরোদমে। গণনার চূড়ান্ত রিপোর্ট কার্ড হাতে আসতে সময় লাগবে, তবে গণনা শুরু হওয়ার পর সাড়ে ৪ ঘণ্টা কেটে গেছে। ট্রেন্ড বলছে, অধিকাংশ বুথ ফেরত পরীক্ষার অনুমান মিলছে না সর্বভারতীয় ক্ষেত্রে এবং বাংলাতেও। গণনার ফলাফলের ট্রেন্ড বলছে বাংলার রং এবারেও সবুজ।
এবিপি সি ভোটার, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিজ মাই ইন্ডিয়া, নিউজ ২৪-টুডেজ চানক্যর , প্রতিটি সমীক্ষাই বলেছিল বঙ্গে বিজেপির দখলে থাকবে ২৩ থেকে ৩১ টি আসন। ঘাসফুল পাবে ১৩ থেকে ১৭ টি আসন। ট্রেন্ড বলছে বাংলায় তৃণমূল ৩০ টি আসন নিশ্চিত করে ফেলেছে।
বাংলার শাসক দলের এগিয়ে থাকার খবরে বেলা গড়াতেই বর্ধমান থেকে বিজয়গড়, রাজ্যের নানা প্রান্তে উদযাপনের মেজাজে তৃণমূল কর্মী সমর্থকরা। কোথাও চলছে সবুজ আবির খেলা, কোথাও নাচ-গান-উচ্ছ্বাস।