রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রথম FIR দায়ের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। রবিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন আদালতের নির্দেশে চাকরিহারা তৃণমূলপন্থী শিক্ষকরা। শনিবার বিজেপির মিছিল থেকে তাদের অনশন মঞ্চে হামলা চালানো হয় বলে অভিযোগপত্রে দাবি করেছেন তৃণমূল পন্থী শিক্ষকরা।
শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পর বিজেপির মিছিলকে উদ্দেশ করে অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে 'চোর' স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনা চরমে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। দুই পক্ষের মধ্যে হাতাহাতিও বাঁধে।
অভিযোগকারীদের দাবি, বিজেপি কর্মীরা শিক্ষকদের অনশন মঞ্চ লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। পাথরের আঘাতে এক শিক্ষক ও শিক্ষিকা আহত হয়ে তমলুক হাসপাতালে ভর্তি।