সপ্তম দফায় ভোট দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা AAP এর রাজ্যসভার সাংসদ হরভজন সিং। পঞ্জাবের জলন্ধরের একটি বুথে ভোট দেন তিনি। শেষ দফায় প্রচুর সংখ্যক মানুষ ভোট দেবেন বলে আশাবাদী হরভজন।
কী বললেন হরভজন সিং?
তিনি বলেন, "আমি আশাকরছি প্রচুর সংখ্যক মানুষ ভোট দেবেন। আমি জলন্ধরে বিপুল সংখ্যক ভোট পড়বে বলেও আশাবাদী। আমরা যে সরকারকে চাইছি এবং যারা সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই সরকারকে ক্ষমতায় আনা আমাদের কর্তব্য। আমি কোনও একজন VIP নই। এবং VIP কালচার শেষ হওয়া উচিত।"