Loksabha Election 2024 : আমির -কিরণ থেকে সইফ-করিনা, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বি-টাউনের তারকারা 

Updated : May 20, 2024 17:52
|
Editorji News Desk

আরব সাগরের তীরে ব্যস্ত শহর মুম্বই । যেন সারা-দিন রাত ছুটছে এই শহর । তবে, সোমবার কাজের ব্যস্ততা ভুলে মায়ানগরী সামিল গণতন্ত্রের উৎসবে । পঞ্চম দফায় মুম্বইয়ের ৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । বুথে বুথে ভিড় ভোটারদের । সাধারণ মানুষের মতো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বলিউডের একঝাঁক তারকা । বুথে বুথে দেখা গেল রেখা, আমির থেকে টাইগার, কিয়ারাদের । কেউ ভোট দিতে এলেন সপরিবারে, কেউ আবার একা । 

সোমবার বান্দ্রার মাউন্ট মেরি-তে ভোট দেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা । এদিন, দুপুরের দিকে ভোট কেন্দ্রে রেখা ফ্রেমবন্দী হলেন সাদা সালোয়ারে । চোখে ছিল ওভারসাইজড সানগ্লাস । দিন দু'য়েক আগে কান-এর রেড কার্পেটে রূপের দ্যুতি ছড়াচ্ছিলেন অভিনেত্রী কিয়ারা আডবানি । কিন্তু, ভোটের আগেই তিনি ফিরেছেন মুম্বইয়ে । এদিন, নিজের কেন্দ্রে গিয়ে ভোটও দিলেন কিয়ারা । পরনে সাদা চুরিদার, চোখে ওভারসাইজড সানগ্লাস, চুলটা টপ নট করা কিয়ারা ভোট দিয়ে কালি লাগানো আঙুল উঁচিয়ে ফ্রেমবন্দি হন বলি ডিভা । 

অন্যদিকে, পালি হিলসের ভোটকেন্দ্রে একসঙ্গে দেখা গেল আমির-কিরনকে। কালো টি-শার্ট ও জিনসে ক্যাজুয়াল লুকে দেখা গেল আমিরকে । কিরণকে দেখা গেল হোয়াইট কুর্তায় । ক্যামেরার সামনে কালি লাগানো আঙুল দেখিয়ে পোজও দেন তাঁরা । ভোট দিয়েছেন করিনা ও সইফও । এদিন, সাদা পোশাকেই টুইনিং করেছিলেন তারকা জুটি ।

বাবা চাঙ্কি পান্ডে ও মা ভাবনা পান্ডেকে নিয়ে ভোট দিলেন অনন্যা পান্ডে । এদিন ক্যাজুয়াল লুকেই দেখা গিয়েছে অভিনেত্রীকে । বাবা ডেভিড ধাওয়ান ও স্ত্রী নাতাশা দালালকে নিয়ে সপরিবারে ভোট দেন বরুণ ধাওয়ান । গণতন্ত্রের উৎসবে সামিল হলেন সঞ্জয় দত্তও ।

সোমবার ভোট কেন্দ্রেও চেনা মেজাজে দেখা গেল গুলশন গ্রোভারকে । লাল প্রিন্টেড শার্ট, জিনস ও চোখে সানগ্লাস দিয়ে ভোট কেন্দ্রে পৌঁছন অভিনেতা । অন্যদিকে, চোখে রোদচশমা এঁটে গণতন্ত্রের উৎসবে সামিল হলেন শিল্পা শেট্টি ও শমিতা শেট্টি । সঙ্গে ছিলেন তাঁদের মা-ও । সপরিবারে ভোট দিয়েছেন ঋত্বিক রোশনও । 

Mumbai

Recommended For You

editorji | ইলেকশন

Mamata Banerjee : একুশের মঞ্চ থেকে মোদী সরকারের ভবিষ্যদ্বাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

TMC Clash : দুপুরের উত্তর কলকাতা, প্রকাশ্য রাস্তায় দলেরই যুব নেতাকে 'মারধর' তৃণমূল কাউন্সিলরের

editorji | ইলেকশন

Lok Sabha Profile Varanasi :সপ্তম দফায় মেগা ভোট, ভারতের নজরে বারাণসী

editorji | ইলেকশন

Loksabha Session : সংসদে প্রথমবার পা রাখলেন জুন, রচনা থেকে সায়নীরা, ছবি তুলে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

editorji | ইলেকশন

CPIM: লোকসভায় ভরাডুবির ধাক্কা, 'সবজান্তা' মনোভাব ছেড়ে পর্যালোচনার পথে CPM