লোকসভা ভোটের সকালে শিলিগুড়িতে তিন রথী। ভোট দিলেন শহরের মেয়র গৌতম দেব , বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। দার্জিলিং লোকসভার অন্তর্গত শিলিগুড়ি বিধানসভা। ভোট দিয়ে বিজেপি নেতা শঙ্কর ঘোষের দাবি, এবারেও পাহাড়ে বড় ব্যবধানে জিতবে পদ্ম শিবির। শঙ্করের এই দাবি, একযোগে উড়িয়ে দিয়েছে বাম তৃণমূল শিবির। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন পাহাড়ে এবার পরিবর্তন আসছে। ভোট দিয়ে অশোক ভট্টাচার্য বলেন, এই কেন্দ্রে এবার ভাল ফল করবে কংগ্রেস।
Loksabha Election 2024 :তপনে সুকান্তকে গো-ব্যাক স্লোগানের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা
পাহাড়ে এবার চতুর্মুখী লড়াই । বিজেপির টিকিটে লড়ছেন রাজু বিস্তা, তৃণমূলের টিকিটে লড়ছেন গোপাল লামা, কংগ্রেস এখানে প্রার্থী করেছে মুনিশ তামাং-কে ।