একেবারে শেষ দফায় নির্বাচন যাদবপুর কেন্দ্রে। কিন্তু হাতে সময় থাকলেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। ২২ এপ্রিল SSC নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় শুনিয়েছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মীর। আর মঙ্গলবার এই ইস্যুকেই হাতিয়ার করে প্রচারে নামলেন যাদবপুরের বাম প্রার্থী।
মঙ্গলবার সকাল সকাল টোটো চড়ে সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সৃজন ভট্টাচার্য।
WB Weather Update: কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, তবে তাতে দহন জ্বালা কমবে না, জারি থাকবে তাপপ্রবাহ
সৃজনের দাবি এলাকায় এতদিন মানুষ ভোট দিতে পারেননি, উন্নয়ন না হওয়ার ছাপ ও স্পষ্ট। এদিনের প্রচারে সৃজন অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরির দাবি জানান। পাশাপাশি, তৃণমূলকে এক হাত নিয়ে যাদবপুরের বাম প্রার্থীর দাবি, যেসব অযোগ্য চাকরি প্রার্থীরা তৃণমূল নেতাদের টাকা খাইয়ে চাকরি পেয়েছেন তাঁরা নেতাদের কাছে গিয়ে টাকা ফেরত চান। প্রয়োজনে তাদের সাথে যাবেন বলেও জানান সৃজন।