জোরকদমে লোকসভা ভোটের প্রচার সারছেন প্রার্থীরা। এই তীব্র গরমে জনসংযোগ করে চলেছেন নিয়মিত। পছন্দের প্রার্থীর হাতে কেউ বা তুলে দিচ্ছেন জলের বোতল, কেউ বা মিষ্টির প্যাকেট। রবিবার ফুটন্ত দুপুরেই প্রচারে বেরিয়েছিলেন হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ। বলাগড়ের এদিক সেদিকে প্রচার সারছিলেন প্রার্থী। এক বাম কর্মী দুপুরে তাঁকে বাড়িতে নিয়ে যান।
কর্মীর নাম সুনীল হালদার। রবিবার দুপুরে সুনীলের বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করা হয় প্রার্থীর জন্য। মনোদীপ তাঁদের বাড়িতে পাত পেড়ে বসে খেয়েছেন, এই ভেবেই কেঁদে ফেলেন সুনীলের স্ত্রী। সুনীল প্রান্তিক চাষী। পাটকাঠির ঘেরা রান্না ঘরে কাঠের উনুনে রান্না করে সুনীলের স্ত্রী প্রার্থীকে খাওয়াতে পেরেছেন। এতেই ভারী খুশি তিনি। সিপিএম নেতৃত্বের দাবি, এটাই বামেদের প্রতি মানুষের আস্থার উদাহরণ